শিশুদের দিয়ে মহান পুরুষদের ছবি দেওয়ালে অঙ্কন জলপাইগুড়িতে

জলপাইগুড়ি: শিশুদের বাড়ির চার দেওয়াল থেকে কিছুটা সময়েই জন্য বাইরে এনে মনীষীদের ছবি আকার কাজ শুরু করাল জলপাইগুড়ি পুরসভার ২২ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের সদস্যরা।

    রবিবার নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মদিবসকে সামনে রেখে শিশুদের নিয়ে দেশের কয়েকজন মহান পুরুষদের ছবি দেওয়ালে অঙ্কনের কাজ শুরু করা হয় মাষকালাই বাড়ি এলাকায়। এইদিন শিশুদের হাতে দেওয়াল অঙ্কনের তুলি দিয়ে কয়েকটি ছবি চিরস্থায়ীভাবে আঁকা হয়েছে। পাশাপাশি একটা বসে আঁকো প্রতিযোগিতারও আয়োজন করা হয় এদিন। পুরো বিষয়টি বন্ধু সমিতি ক্লাব ও পাঠাগারের সামনেই অনুষ্ঠিত হয় এদিন।

    এদিন গোটা জলপাইগুড়িতে আড়ম্বরের সাথে পালিত হয় তেইশে জানুয়ারী।জলপাইগুড়ি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এদিন বিভিন্ন এলাকাতে তেইশে জানুয়ারী উপলক্ষে শিশুদের পড়াশোনার ব্যাবস্থা করা হয়। জলপাইগুড়ির তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে দুস্থ শিশুদের বই এবং খাতা দেওয়া হয়।তাদের বাড়িতে গিয়ে তাদের পিতামাতাকে তাদের বাচ্চাদের ইষ্কুলে আসবার জন্য বলা হয়।