|
---|
বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার: সামনে পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে,রাজ্যে রাজনীতির ময়দানে প্রত্যেক দল তাদের দল কে সাধারণ মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছে। মোদী সরকারের পক্ষ থেকে যে প্রচার চলছে,তারই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে ছবি সহ লিখিত ভাবে পুস্তিকা আকারে আগামী ১৮/০৬/২০২২ তারিখে পৈলান, দৌলতপুর যুব সংঘের মাঠে ঠিক বেলা ৩ ঘটিকায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজ লোকসভা কেন্দ্রে বিগত ৮ বছরের উন্নয়নের খতিয়ান সম্বলিত পুস্তিকা প্রকাশ অনুষ্ঠান-“নিঃশব্দ বিপ্লব”-২০২২ অনুষ্ঠিত হতে চলেছে। উক্ত অনুষ্ঠানের সমর্থনে ডায়মন্ড হারবার ২নং ব্লকের বিভিন্ন প্রান্তে চলছে দেওয়াল লিখনের কাজ।
ডায়মন্ড হারবার ২নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা বিশিষ্ট সরকারী আইনজীবী মাহাবুবার রহমান গায়েনের উদ্যোগে ব্লক জুড়ে প্রতিটি অঞ্চলের বুথে বুথে চলছে নিঃশব্দ বিপ্লবের সমর্থনে দেওয়াল লিখনের মাধ্যমে জোরদার প্রচার। বিভিন্ন সময়ে সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় বিজেপি সরকারের নিশানা করে বলে থাকেন পুস্তিকা আকারে প্রকাশ করুক তারা কি কাজ করেছে,এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তারা পুস্তিকা আকারে প্রকাশ করে মানুষের কাছে তুলে ধরবে তারা কি কাজ করেছে। সাধারণ মানুষ দুটোকে বিচার করে দেখবে কোন সরকার মানুষের সুবিধার্তে কতটা কাজ করেছে। তারই মাঝে সেটা বাস্তবে রূপ দিতে ডা:হা: লোকসভার সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় তারই কেন্দ্রে ৮বছরে সাধারণ মানুষের জন্য কি কি উন্নয়ন করেছে সে গুলো লিখিত ভাবে ছবি সহ পুস্তিকা আকারে প্রকাশিত করতে চলেছে।