|
---|
দেবজিৎ মুখার্জি: মাত্র ২৬ বছর বয়েসেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ওয়ানিন্দু হাসরাঙ্গা। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড তাঁর অবসরের কথা ঘোষণা করেছে। এসএলসি-র তরফ থেকে টুইটারে জানানো হয়, ‘জাতীয় পুরুষ দলের অলরাউন্ডার ওয়ানিন্দু হাসরাঙ্গা বোর্ডকে টেস্ট ক্রিকেট থেকে তাঁর অবসর ঘোষণার কথা জানিয়েছেন।’
হাসরাঙ্গা বলেন, “সামনেই এশিয়া কাপ। এরপর রয়েছে বিশ্বকাপ। এই দুটি ইভেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এশিয়া কাপে আমাদের দেশে আয়োজিত হবে। সেখানে বিশ্বকাপ ভারতের মাটিতে। এমন উইকেটে আমি অতীতে সাফল্য পেয়েছি। তাই সীমিত ওভারের ফরম্যাটে নিজেকে মেলে ধরার জন্যই টেস্ট থেকে অবসর জানালাম। নিজের ক্রিকেটীয় কেরিয়ারকে আরও লম্বা ও সীমিত ওভারে ভাল পারফরম্যান্স করার জন্যই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম।”