|
---|
খান আরশাদ, বীরভূম:
বদল নয় বদলা চাই, রাজনগরে বিজেপিকে এরকম ভাবেই হুমকি তৃণমূল বিধায়কের ।
আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুনী মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদ করে দোষীদের ফাঁসির দাবিতে রাজনগর মহিলা তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল করা হয় রবিবার বিকেলে। রাজনগরের পাঁচটি অঞ্চলের প্রায় দুই হাজার মহিলা তৃণমূল কর্মী এই মিছিলে অংশ নেন। উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশের রায় চৌধুরী, ব্লক সভাপতি সুকুমার সাধু, মহিলা সভানেত্রী চিত্রলেখা রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি নিবেদিতা সাহা সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। মিছিলের পর একটি পথসভা করা হয়। সেই পথসভায় সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায় চৌধুরী বলেন আর জি করের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথাযথ ব্যবস্থা নিয়েছেন এবং দোষীদের ফাঁসির দাবিও জানানো হয়েছে। কিন্তু সিপিআইএম, কংগ্রেস আর বিজেপি এই ঘটনা নিয়ে রাজনীতি করছে। তারই প্রতিবাদ করে বিধায়ক বিকাশ রায় চৌধুরী বিজেপিকে কটাক্ষ করে বলেন, যাদের পায়ের তলায় মাটি নেই তাদের বড় বড় কথা। আগে আমরা বলতাম বদলা নয় বদল চাই, কিন্তু এখন বলছি বদল নয় বদলা চাই। এরকমভাবেই বিজেপিকে হুমকি দিলেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায় চৌধুরী।