|
---|
বাইজিদ মণ্ডল মগরাহাট : সমগ্র বিশ্বের সকল দেশের তুলনায় ভারতবর্ষে সবচেয়ে বেশি ওয়াকাফ সম্পত্তি বিরাজমান। সংখ্যার নিরিখে সারা দেশে ৮,৭লক্ষ ওয়াকাফ সম্পত্তি আছে,জার পরিমাণ ৯,৪ লক্ষ্য একর,যেটা কোনো মুসলিম রাষ্ট্রেও এত পরিমাণ ওয়াকাফ সম্পত্তি নেই। বর্তমান কেন্দ্রীয় বিজেপি সরকার ৮,৮,২০২৪ তারিখে মুসলিমদের এই ওয়াকাফ সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য রাষ্ট্রীয় ভাবে একটি বিল লোকসভায় উল্থাপন করেছে। এই ওয়াকাফ সম্পত্তির মধ্যে আছে মসজিদ,মাদ্রাসা,ঈদগাহ, কবরস্থান, মাজার, পীরত্বের সম্পত্তি,ইসলামিক প্রতিষ্ঠান ইত্যাগী। এদের মধ্যে বিশেষ করে এই ওয়াকফ বিল ও,ও বি সি সংরক্ষণ রক্ষার জন্য বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের ডাকে এবং মগরাহাট ব্লক ১ মিল্লি ইত্তেহাদ কমিটির পক্ষ থেকে ওয়াকাফ বাঁচাও মঞ্চ, ও বিভিন্ন সংগঠনের সহযোগিতায় উস্থী হাট এলাকায় সচেতনতার শিবিরের মাধ্যমে বিশিষ্টজন সমাবেশ ও সেমিনারের আয়োজন করা হয়।এখানে উপস্তিত ছিলেন খিদিরপুর বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল শামসুর আলম ,কলকাতার হাই কোর্ট এর আইনজীবী আসফাক আহমেদ,এই সেমিনারের মুখ্য আহ্বায়ক অধ্যাপক ও সমাজ কর্মী ডা: জাহান আলী পুরকাইত,কলকাতা হাই কোর্টের আইনজীবী হাফিজুর রহমান, অধ্যাপক ও সমাজ কর্মী সালেহা বেগম,প্রফেসর এছাড়াও মিল্লি ইত্তেহাদের পক্ষ থেকে সভায় বিশিষ্টজনেদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল কালাম মোল্লা,মাস্টার নুর নবী সরদার, মাও: আলিনুর পুরকাইত, শিরাকল মহা বিদ্যালয়ের অধ্যাপক বদরুদ্দোজা, মনোয়ার হোসেন মোল্লা, রওশন হাবিব, সেখ নাসির হোসেন, মেহেরুল্লাহ গাজি,রেজাউল মন্ডল,শামসুর রহমান, ইবাদাত হোসেন, কবির লস্কর, মাও: নুর আলম মোল্লা, সিকান্দার লস্কর, মাও:সাইফুদ্দিন সহ অন্যান্যরা। উপস্তিত বিশিষ্ঠ ব্যক্তিবর্গ রা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে অঙ্গীকার বদ্ধ হন। পাশাপাশি এই ওয়াকাফ বিলের বিরোধিতা করে সাম্প্রদায়িক কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পরবর্তীতে কলকাতা মহা সমাবেশের করার বার্তা দেওয়ার সঙ্গে সঙ্গে দিল্লি চলো ডাক দেওয়ার হুংকার দিয়ে যান। এমন উদ্যোগ কে সাধুবাদ জানিয়ে পথে নামার আহ্বান জানিয়েছেন উপস্তিত এলাকার সর্বসাধারণ মানুষজন।