|
---|
নিজস্ব সংবাদদাতা : ওয়াকফ সম্পত্তি বিনষ্ট করার ষড়যন্ত্রের বিরুদ্ধে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যে দেশ জুড়ে সোচ্চার হয়েছে। এবিষয়ে কলকাতায় আগামী ১০ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার মৌলালি সন্নিকটে মায়েরা ব্যাংকুয়েট হলে এক ওয়াকফ সম্পত্তি বাঁচাও কনভেনশন করার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে শুক্রবার বিকালে ৩৩, শেক্সপিয়ার সরণীতে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়েছে সারা বাংলার বিশিষ্ট ব্যক্তিদের এই কনভেনশনে আমন্ত্রণ জানানো হবে। আজকের সভায় উপস্থিত ছিলেন কনভেনশনের প্রধান আহবায়ক মাওলানা আবু তালেব রহমানী,
কারী শামসুদ্দিন আহমেদ,
মুহাম্মদ কামরুজ্জামান,
হাজী মাহমুদ আলম,
হাজী কামরুদ্দিন মল্লিক,
মাওলানা মারুফ সালাফী,
মাওলানা আবু তালহা জামাল,
জনাব ইরফান শের ,
হাজী শেখ হায়দার আলী,
ড. নিলাম গাজালা,
মোহাম্মদ ইসহাক মালিক,
রাফে মাহমুদ সিদ্দিক
প্রমুখ।
কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাপতি হযরত মাওলানা মুফতি খালিদ রহমানি সাহেব, সাধারণ সম্পাদক মাওলানা শাহ ফজল রহিম মোজাদ্দেদী ও অল ইন্ডিয়া যাকাত ফাউন্ডেশনের সভাপতি ডক্টর সৈয়দ জাফর মাহমুদ সাহেব।