হুগলির উত্তরপাড়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড ধসের কবলে আতঙ্কিত এলাকার স্থানীয় বাসিন্দারা

নিজস্ব সংবাদদাতা : আবার ধস হুগলিতে। এবার হুগলির উত্তরপাড়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড ধসের কবলে। মঙ্গলবার রাতে কবি কিরণধন রোডে নামে আচমকা ধস। যার ফলে রাস্তায় বড় গর্ত তৈরি হয়। ধসের ফলে আতঙ্কিত এলাকার স্থানীয় বাসিন্দারা। রাস্তা বন্ধ করে দেওয়া হয় পৌরসভার পক্ষ থেকে। দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন উত্তরপাড়ার পুরপ্রধান। স্থানীয় সূত্রে খবর, উত্তরপাড়া কোতরং পৌরসভার ওই ওয়ার্ডে গতকাল রাতেই আচমকা ধস নামে। স্থানীয়দের অভিযোগ এর আগেও ওই জায়গায় ধস নেমেছিল।মঙ্গলবার সকাল থেকেই অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। তারপরে ওই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করলে মঙ্গলবার রাতে দশটা নাগাদ রাস্তার মধ্যে ধস নেমে বড় গর্ত তৈরি হয়। তৎক্ষণাত স্থানীয় ক্লাবের কিছু সদস্য, স্থানীয় বাসিন্দারা এসে রাস্তাটিকে ঘিরে ফেলেন। খবর দেওয়া হয় প্রশাসনকে।স্থানীয় এক বাসিন্দা জানান, রাস্তায় যেখানে ধ্স নামে সেইখানে রাস্তায় ভেতরের অংশ পুরোপুরি ফাঁকা। তাদের অনুমান নীচের অংশ ফাঁকা থাকার দরুণ ওই ধস নেমেছে। এর আগেও একাধিকবার উত্তর পাড়ার বিভিন্ন রাস্তা ধসের কবলে পড়েছে। আবারও ধস তাই দেখে আতঙ্কিত এলাকার স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ প্রবল বর্ষণে উত্তরপাড়ার বিভিন্ন রাস্তায় একাধিক সময় জনমগ্ন থাকে।তার মধ্যে যদি ধ্বস নামে যে কোনও দিন বড়সড় বিপদের মুখোমুখি হতে পারেন স্থানীয় বাসিন্দারা। যদিও এই বিষয়ে উত্তরপাড়া পৌরসভার পুরপ্রধান দিলীপ যাদব জানান, স্থানীয়দের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। রাস্তায় যে অংশ ধ্বস নেমে ছিল সেই অংশকে ইতিমধ্যেই ব্যারিকেট করে দেওয়া হয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হবে। স্থানীয় মানুষদের স্বার্থে উত্তরপাড়া পৌরসভা সব সময় তৎপর।