|
---|
নিজস্ব সংবাদদাতা : সর্বকালের সর্বশ্রেষ্ঠ লিজেন্ড এর মধ্যে অন্যতম দুজন হলেন শচীন তেন্ডুলকার এবং শেন ওয়ার্ন। ১৯৯২ সালে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার হয়ে খেলতে নেমেছিলেন শেন ওয়ার্ন। সেবারই তিনি প্রথম মুখোমুখি হয়েছিলেন শচীন তেন্ডুলকারের। শেন ওয়ার্ন সব সময় কথা বলতেন শচীন অনেকবার তার বল মাঠের বাইরে পাঠিয়েছে,এই দুঃস্বপ্ন সব সময় তাকে তারা করতো। প্রথম সাক্ষাতে শচীন কিন্তু শেন ওয়ার্ন এর বল বুঝতে পারেননি, এই কথা তিনি নিজে জানিয়েছেন।
কিংবদন্তি অস্ট্রেলিয়ান লেগ স্পিনার এর অকাল প্রয়াণ প্রসঙ্গে শচীন সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ওয়ার্ন তোমাকে খুব মিস করবো। মাসের ভেতরে তোমার সাথে লড়াই ,আর মাঠের বাইরে খুনসুটি দারুণ উপভোগ্য ছিল। সবসময় মনে থাকবে এই স্মৃতিগুলো।