“মাইক বাজিয়ে নমাজ পড়া বরদাস্ত করা হবে না” বিতর্কিত মন্তব্যের দ্বারা হুঁশিয়ারি এমএনএস প্রধান রাজ ঠাকরের

নতুন গতি নিউজ ডেস্ক: “মাইক বাজিয়ে নমাজ পড়া বরদাস্ত করা হবে না” বিতর্কিত মন্তব্যের দ্বারা হুঁশিয়ারি এমএনএস প্রধান রাজ ঠাকরের।

    তিনি বলেন “মসজিদে কেউ প্রার্থনা করতেই পারেন। আমি কারও প্রার্থনার বিরোধী নই। কিন্তু মহারাষ্ট্র সরকারকে মসজিদে মাইক বন্ধ করা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। মসজিদে আপনারা কেন মাইক বাজান? ইসলাম ধর্ম যখন প্রতিষ্ঠা হয় তখন তো মাইক ছিল না। সরকার যদি মসজিদে মাইক ব্যবহার বন্ধ না করে, তাহলে এমএনএস কর্মীরা সব মসজিদের সামনে মাইক লাগিয়ে হনুমান চালিসা বাজাবে।”

    তিনি আরো জানান “মহারাষ্ট্রের মাদ্রাসা এবং মাজারগুলিতে তল্লাসি চালান। এসব জায়গায় পাকিস্তানি সমর্থক বাড়ছে। মুম্বই পুলিশ জানে এসব মাদ্রাসায় কি হয়। কিন্তু আমাদের বিধায়করা এদের ভোটব্যাংক হিসাবে ব্যবহার করছে। এদের আধার কার্ডও থাকে না, বিধায়করা তৈরি করে দেয়।”

    রাজ ঠাকরে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি আগামী দিনে হিন্দুত্বকেই প্রধান্য দিতে চান।