যোদ্ধা, সপ্তম শ্রেণীর ছাত্র সুমন ঘোষের পাশে দাঁড়ালেন, সুকান্ত মন্ডল নামের এক মানবদরদী ব্যক্তি

যোদ্ধা, সপ্তম শ্রেণীর ছাত্র সুমন ঘোষের পাশে দাঁড়ালেন, সুকান্ত মন্ডল নামের এক মানবদরদী ব্যক্তি

     

     

     

     

    সুকান্ত মন্ডল, নতুন গতি, নদিয়া: কিছুদিন আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় এক ছোট্ট ছেলের জীবন যুদ্ধের কাহিনী সকলের নজর কেড়েছে। যার নাম সুমন ঘোষ, সপ্তম শ্রেণীর ছাত্র। মাস দুয়েক আগেও সুমন ঘোষের জীবনযাত্রা ছিল আর পাঁচটা ছেলেদের মত সরল সোজা স্বাভাবিক। কিন্তু হঠাৎই এক মরণব্যাধিতে তার পিতা পরলোক গমন করলে। একরাশ কালো অন্ধকার নেমে আসে তার জীবনে, চারদিক শূন্যতায় ভরে ওঠে তার জীবন। এরপরই শুরু হয় তার জীবন যুদ্ধ। পড়াশোনার পাশাপাশি তাঁর উপর নেমে আসে সাংসারিক গুরুদায়িত্ব।সে সংসারের হাল ধরে, মিষ্টি ব্যবসার মাধ্যমে । তবে ছিলনা কোন দোকান, তার পুরনো সাইকেলের পিছনে করেই সে এক প্রান্ত থেকে অপর প্রান্ত মিষ্টি বিক্রি করে বেড়ায়।

     

    আর কিছু দিনের মধ্যেই এই খবর নজরে আসে মানবদরদী, পরকাতর, সমাজসেবী,জাতীয় মানবাধিকার কমিশনের অতিথি সম্মান প্রাপক সুকান্ত মন্ডল মহাশয়ের। বর্তমানে পেশায় তিনি সরকারি চাকুরীজীবী। তবে সমাজসেবামূলক মানসিকতা এখনও তাকে আলিঙ্গন করে রেখেছে। তাই তিনি এবারে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সংসারের হাল ধরতে একপ্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে ঘুরে মিষ্টি বিক্রি করে বেড়ানো সপ্তম শ্রেণীর ছাত্র সুমন ঘোষ দিকে, তিনি সুমন ঘোষ এর ব্যাংক একাউন্টে ৩৫ হাজার টাকা দিয়ে সাহায্য করেছেন।

     

    উল্লেখ্য,চাকরি পাওয়ার আগে থেকেই সামাজিক কল্যাণমূলক কাজ, অনাথ আশ্রম ,বৃদ্ধাশ্রম,শহীদ পরিবার আরো বিভিন্ন জায়গায় নিজের সামর্থ্য মতন সাহায্য করে আসছেন সুকান্ত মন্ডল চাকরি জীবনে পদার্পণ করার পরও তিনি তার সাহায্যের হাত সারাক্ষণই অসহায়দের দিকে বাড়িয়ে দিয়েছেন।