|
---|
উজির আলী, নতুন গতি, চাঁচল: একেই করোনা আতঙ্ক, তার ওপর ডেঙ্গির প্রকোপ এই পরিস্থিতিতেও সামান্য বৃষ্টি হলেই বন্যার রূপ ধারন করছে স্কুল মাঠ। মাঠে থই থই করছে জল। ডোবার আকার ধারন করেছে খেলার মাঠ। মালদহের চাঁচল ১ নং ব্লকের মতিহারপূর গ্রামের ৪০০ পরিবারের বিনোদনের একমাত্র ভরসা ওই মাঠটি।
স্থানীয় বাসিন্দা ফিরোজ আলমের অভিযোগ, পঞ্চায়েতে বারবার জানিয়েও নিকাশি নালার ব্যবস্থা করা হয়নি। বর্তমানের জল জমে মশার উপদ্রব বেড়েছে এলাকায়। সাপের ভয় থাকছেই। এছাড়াও জল জমে মশার উপদ্রব বেড়েছে। ফলে কোনো রোগ হতে পারে বলে আশঙ্কা বাসিন্দাদের। অবিলম্বে নিকাশা নালা তৈরীর দাবী জানিয়েছেন বাসিন্দারারা। বর্ষাকালের আগমন ঘটলেই ডোবায় পরিনত হয় মাঠটি। গ্রামের ছোটো ছোটো শিশুদের ক্রীড়া বন্ধ রয়েছে জানিয়েছেন এলাকার বাসিন্দা সালাম আলী।
মাঠের পাশেই রয়েছে কাচা বাড়ী। মাঠের জল ফুঁসে বাড়ীতে প্রবেশ করছে জল। মশার উপদ্রব বেড়েছে। রোগব্যাধীর আতঙ্কে থাকতে হচ্ছে অভিযোগ করে বলেন বাসিন্দা আঙ্গেজ বিবি। এছাড়াও জল জমে থাকায় চাপাকলের পানীয় জলে আর্সনিক জমেছে।
সূত্রের খবর, মাঠটি দিলালপুর প্রাথমিক বিদ্যালয়ের রয়েছে। গ্রামবাসী নিকাশি ব্যবস্থার জায়গা দিলে শীঘ্রই নিকাশি নালা তৈরীর কাজ শুরূ হবে জানিয়েছেন মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পপি দাস। তবে করোনা সংক্রমণের ভয় তো রয়েছেই তারপর মশার উপদ্রবে ডেঙ্গি আতঙ্ক যেন বিপর্যস্ত করে তুলছে এলাকাবাসীদের।