তেমাথানি বাজারের ব্যবসায়ীদের পুনর্বাসন এবং সৌন্দর্যায়ন করার জন্য এলাকা পরিদর্শন করলেন সবংয়ের বিধায়ক মানস ভুঁইয়া

অমিত কুমার খিলাড়ী, নতুন গতি, সবং: পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের তেমাথানি থেকে পটাশপুর পর্যন্ত রাস্তা সম্প্রসারণ এর কাজের জন্য প্রশাসনের তরফে তেমাথানি বাজারের রাস্তার পাশে দোকান গুলি উচ্ছেদ করা হয়েছিল। সেই দোকান গুলি পুনর্বাসনের জন্য এলাকা পরিদর্শন করলেন সবং এর বিধায়ক তথা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জল সম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভূঁইয়া, সবং এর প্রাক্তন বিধায়ক গীতা ভূঁইয়া, এসডিপিও দীপাঞ্জন ভট্টাচার্য, সি আই কৃষ্ণেন্দু হোতা, সবং থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত বিশ্বাস, বিডিও তুহিন শুভ্র মহান্তি, সবং পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স, কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ তরুন মিত্র সহ অন্যান্য আধিকারিকরা সহ অন্যান্য আধিকারিকরা।

    সবং এর তেমাথানি বাজারের ব্যবসায়ীদের পুনর্বাসন এবং সৌন্দর্যায়ন করার জন্য এলাকা পরিদর্শন করলেন ডা: মানস ভুঁইয়া

    নির্বাচনের সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটে জিতে আসলে সবং কেতুনরূপে তিনি সাজিয়ে দেবেন এবং প্রতিশ্রুতির মধ্যে ছিল তেমাথানি বাজারকে আধুনিক ভাবে সৌন্দর্যায়ন করা। প্রতিশ্রুতি মতো তিনি আজ জানান তেমাথানি বাজারের যেসব দোকানদারকে উচ্ছেদ করা হয়েছিল সেই সব দোকানদার দের ব্যবসা করার জন্য তেমাথানি বাজারে একটি তিন তলা কমপ্লেক্স তৈরী করা হবে। সেই কমপ্লেক্স এর মধ্যে ওপরে বিভিন্ন ধরনের দোকান থাকবে এবং নিচে থাকবে মাছ ও সবজি মার্কেট। এছাড়াও তেমাথানি বাজারের জল নিকাশের জন্য তৈরি ড্রেন টিকে কপালেশ্বের নদীর সাথে কানেক্ট করার কথা বলেছেন। পাশাপাশি তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আগামী দিনে সবং পশ্চিম মেদিনীপুর জেলার উন্নয়নের মুখ হতে চলছে।