|
---|
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- প্রখর তীব্র রৌদ্রের দাবদাহের পর দু এক পসলা বৃষ্টির ফলে কিছুটা স্বস্তি এসেছে জেলার বুকে। গত শুক্রবার ১৫ -২০ মিনিটের বৃষ্টি, সাথে শিলাবৃষ্টি সহ ভিজেছে খয়রাশোল এলাকা।এক ধাক্কায় ৪২-৪৩ ডিগ্রি থেকে তাপমাত্রা নেমে হয়েছে ৩৮ -৩৯ ডিগ্রির মতো।শনিবার থেকে কখনো রোদ, কখনো মেঘলা আকাশের লুকোচুরির চলছে খেলা।ভ্যাপসা গরম থেকে রেহাই মেলেনি,তারই মাঝে দুর্গাপুর ইসকন শাখার আয়োজনে এবং স্থানীয় খয়রাশোল এলাকার দুর্গাপুর ইসকন শাখার বেশ কিছু ভক্তদের সহযোগিতায় রবিবার খয়রাশোলে পথচলতি মানুষদের ঠান্ডা পানীয় জল সহ বিভিন্ন ধরনের শরবত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়। পথচলতি মানুষেরা এরূপ উদ্যোগ কে সাধুবাদ জানান।জলসত্রের শিবিরে উপস্থিত ছিলেন সুদর্শন নিতাই গৌড় দাস প্রভূ,উদয় প্রভূ,অষ্টম প্রভূ, বরুন প্রভূ সহ অন্যান্য ভক্তরা।