পথ দুর্ঘটনায় মৃত্যু হল রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের এক ডাক্তারের

পথ দুর্ঘটনা মৃত্যু হল রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের এক ডাক্তার

    মহম্মদ রিপন, বীরভূম

    বীরভূম জেলার রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতাল ও মেডিক্যাল কলেজের ডাক্তার দেনেন্দ্রনাথ মুর্মু পথ দুর্ঘটনায় প্রাণ হারান। রমপুরহাট হাসপাতাল থেকে ড্যুটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা  মৃত্যু হয় আজ রাতে ঘটনা ঘটেছে বীরভূম রমপুরহাট। তিনি রমপুরহাট সুপার স্পেশালটি হাসপাতালের স্ত্রীর রোগ বিশেষজ্ঞ ছিলেন। আজ হাসপাতালের সামনে 60 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনা ঘটে। একজন ডাক্তারের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে রামপুরহাট শহর জুড়ে।