পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক কমিটির উদ্যোগে একাধিক দাবি জানিয়ে আঞ্চলিক সম্মেলন

আব্দুস সামাদ, জঙ্গিপুর: পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর উদ্যোগে রঘুনাথ গঞ্জ ২ নম্বর ব্লক কমিটির সহযোগিতায় একাধিক দাবি নিয়ে আজ রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের সেখালীপুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণাসাইল মুর সংলগ্নে প্রায় শতাধিক প্রতিবন্ধী রঘুনাথগঞ্জ একাধিক আধিকারিক প্রশাসন ও সরকারের দৃষ্টি আকর্ষণ করে এই সম্মেলনের আয়োজন করেন।

    এই সম্মেলন থেকে তিনারা জানান তারা প্রতিবন্ধী হতে পারে কিন্তু কারো করুণার পাত্র হয়ে থাকতে চাই না।তারাও নিজেদের কর্মের ওপর উপার্জন করে জীবন যাপন করতে চাই।

    তাই আজকের এই সম্মেলন থেকে তিনারা বলেন রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের যে সমস্ত প্রতিবন্ধীরা রয়েছেন তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া।

    আজকের এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী আখরুজ্জামান, তিনার হাতে প্রতিবন্ধী সম্মেলনের রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক কমিটির সভাপতি ও সম্পাদক একগুচ্ছ দাবি লিখিত আকারে জমা দেন।এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আক্তার হোসেন,সম্পাদক ডলি খাতুন, বিশিষ্ট শিক্ষানুরাগী তোরাব আলী খান, রফিকুল ইসলাম,শিক্ষক মাসুদ হাসান, ওউরঙ্গজেব ববি, সেখালিপূর গ্রাম পঞ্চায়েতের প্রধান,উপ প্রধান সহ্য এলাকার একাধিক বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী ব্যাক্তিগন।