|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: ৬৯৪ নম্বর পেয়ে প্রথম হয়েছে মহম্মদপুর দেশপ্রাণ বিদ্যাপীঠের ছাত্র সৌগত দাস।
দ্বিতীয় হয়েছে দু’জন শ্রেয়সী পাল এবং দেবস্মিতা সাহা। তাদের দু’জনেরই প্রাপ্ত নম্বর ৬৯১।
• তৃতীয় হয়েছে ক্যামেলিয়া রায় এবং ব্রতীন মণ্ডল। তাদের প্রাপ্ত নম্বর ৬৮৯।
• চতুর্থ অরিত্র সাহা। প্রাপ্ত নম্বর ৬৮৭।
• ৬৮৬ নম্বর পেয়ে পঞ্চম হয়েছেন পঞ্চম সুকল্প দে এবং রুমনা সুলতানা।
• ষষ্ঠ হয়েছেন ৬৮৫ নম্বর পেয়ে সাবর্ণী চট্টোপাধ্যায়, সাহিত্যিকা ঘোষ, সুপর্ণা সাহু এবং অঙ্কন চট্টোপাধ্যায়।
• সপ্তম হয়েছেন গায়ত্রী মোদক, সপ্তর্ষি দত্ত। প্রাপ্ত নম্বর ৬৮৪।
• অষ্টম হয়েছেন শাহনাজ আলম, কৌশিক সাঁতরা, সুদীপ্তা ভবল, সায়ন্তন দত্ত ,দেবলীনা দাস, অয়ন্তিকা মাঝি, পুষ্কর ঘোষ, সেমন্তী চক্রবর্তী। তাদের প্রাপ্ত নম্বর ৬৮৩।
নবম হয়েছেন জয়েস রায়, অনুষ্কা মহাপাত্র, সৌগত পাণ্ডা, শুভদীপ কুণ্ডু, প্রবীর সেনগুপ্ত, সৌকর্য বিশ্বাস, অরুনিমা ত্রিপাঠি, অভিনন্দন জানা, ঐকিক মাঝি। তাদের প্রাপ্ত নম্বর ৬৮২।
• দশম হয়েছে সঞ্চারী চক্রবর্তী দশম, সায়ন্তিকা দাস, সৌধ হাজরা, সাথী কুণ্ডু, রিমা চৌধুরী, সৌম্যদীপ দত্ত, অরিত্র মহড়া, সৌম্যদীপ ঘোষ, সায়ন্তিকা রায়
শুভদীপ মাঝি, সহেলী রায় এবং দেবমাল্য সাহা। তাদের প্রাপ্ত নম্বর ৬৮১।
• সবচেয়ে বেশি পাশের হার পূর্ব মেদিনীপুরে। তারপর রয়েছে কলকাতা।