|
---|
মহ. আজহার : সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র ছাত্রীদের জন্য ৫০ জন ছাত্র ছাত্রী দের নিয়ে কৌখালী হজ্ব টাওয়ারে WBCS এর বিনামূল্যে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়।আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রেডক্রস সোসাইটির চেয়ারম্যান সেখ নুরুল হক (আই এ এস)। এছাড়া ও উপস্থিত ছিলেন মন্ত্রী সিদ্দীকুল্লাহ চৈধুরী, রাজ্য হজ্ব কমিটির চেয়ারম্যান নাদিমুল হক,ডি এম ই আবিদ হোসেন, সচিব সাকিল আহমেদ, বিধাযক হাজী নুরুল ইসলাম, রাজ্য হজ্ব কমিটির কার্যনির্বাহী আধিকারিক মুহাম্মদ নকী,উত্তর ২৪পরগনার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ,হজ্ব অফিসার সৌযদ নাইযার ইকবাল, হাজী কামরুল হুদা,সহ বিশিষ্টজনেরা।