|
---|
মহঃ মুস্তফা শেখঃ- সাধারণ মানুষ থেকে নিয়ে অভিভাবক- অভিভাবিকা ছাত্র-ছাত্রী নেতা-মন্ত্রী শিক্ষিত সমাজ বুদ্ধিজীবী শিক্ষক মহল কেউই কিন্তু সেইভাবে দাবি করছে না যে, স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানে পঠন-পাঠন শুরু হোক!
আমার নজরে খুব কমই পড়েছে, ফেসবুকে আমিতো দেখতে পাইনি, কোন প্রতিষ্ঠিত শিক্ষক লেখালেখি করেছে এটা আমার নজরে পড়েনি!
শিক্ষা প্রতিষ্ঠানে পঠন-পাঠন চালু করার ব্যাপারে আমি কিন্তু অনেক বার লিখেছি ফেসবুকে, কিন্তু লোকের সাড়া পায়নি!
ফেসবুকে দাবি তুলেছে এই রকম কয়েকজন প্রতিষ্ঠিত শিক্ষকের নাম ও শিক্ষক সংগঠনের কয়েকটির নাম যাঁরা দাবি তুলেছে ও বাস্তবে আন্দোলন শুরু করেছে শিক্ষা প্রতিষ্ঠানে পঠন-পাঠন চালু করার জন্য, তাঁদের পর্যায়ক্রমে লিস্ট গুলো দিলে আমি খুব উপকৃত হতাম, অনুগ্রহ করে লিস্ট গুলো দেবেন বন্ধুরা, আমরা সরাসরি যোগাযোগ করার চেষ্টা করব।