আমরা আব্বাস সিদ্দিকীর হাত ধরিনি,সিপিএম ধরেছে বললেন মালদার প্রবীণ কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী

নতুন গতি নিউজ ডেস্ক: আমরা আব্বাস সিদ্দিকীর হাত ধরিনি, কংগ্রেস আব্বাস সিদ্দিকীর হাত ধরে নি। সিপিএম ধরেছে লেফট ফ্রন্ট ধরেছে। আমার মনে হয় ওদের মনে হয়েছিল ওরা একটাও সিট পাবে না,আব্বাস সিদ্দিকী যদি কিছু জোগাড় করে দেয় সেই কারণে আব্বাসের হাত ধরেছে। আমরা বামেদের সাথে আগেই জোট করে নিয়েছিলাম পরে ওরা সিদ্দিকীর সাথে জোট করেছে। আমরা পছন্দ করিনি আমরা বলেছি।

    ওদের মনে ভয় চলে এসেছে যে ওরা হয়তো খুব খারাপ রেজাল্ট করতে পারে,তাই আব্বাসের হাত ধরে আটটা দশটা আসন ধর্মের নামে কর্মের নামে যাই হোক পায় এই আর কি। যারা ধর্মের কার্ড খেলে আমরা তাদের পছন্দ করিনা। কিন্তু টিএমসি কে পছন্দ করিনা তার অন্য কারণ আছে তারা আমাদের সাথে যে ব্যবহার করেছিল সেই কারণে। টিএমসি কমিউনাল নয়। আই এস এফ এর সাথে জোট নিয়ে বিস্ফোরক মন্তব্য জেলা কংগ্রেস সভাপতি তথা দক্ষিণ মালদার সাংসদ আবু হাশেম খান চৌধুরীর। এমনকি ভোট পরবর্তী সময়ে পরিস্থিতি অনুযায়ী সরকার গঠনের তৃণমূলকে সাহায্য করতে রাজি মালদার এই বর্ষীয়ান কংগ্রেস নেতা।