উই নার্স মহিলা পুলিশের টিম পাড়ায় মহিলাদের সঙ্গে সুবিধা ও অসুবিধার কথা বলেন।

সেখ আব্দুল আজিম,চন্ডীতলা : ৮ই সেপ্টেম্বর ২০২৪ চন্ডীতলা থানার উদ্যোগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় আবারও উই নার্স মহিলা পুলিশের একটি টিম জলা মাদুল কোলেপাড়া বলা যেতে পারে চন্ডীতলা থানার অন্তর্গত শেষ প্রান্তে গিয়ে মহিলা অফিসার পুলিশসহ মহিলাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করলেন সুবিধা অসুবিধার কথা। অপরদিকে ছাত্রীদের জিজ্ঞাসা করলেন স্কুল কলেজ বা চলার পথে কোন অসুবিধা হয় কিনা ফোন নাম্বার দিয়ে দিলেন কোন রকম অসুবিধা হলে চন্ডীতলা থানায় ফোন করতে বললেন মহিলা অফিসার। প্রসঙ্গত এলাকার মা বোনেরা ভীষণ আপ্লুত ছাত্রীরা বেজায় খুশি। উল্লেখ্য আজ এই প্রোগ্রামে চন্ডীতলাথানার অফিসার কৌশিক মহাশয় এছাড়া অন্যান্য পুলিশ ছিলেন।