|
---|
তানবির কাজি, নতুন গতি নিউজ ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় “আমরা মন্ত্রী চাই” ভীষণভাবে ট্রেন্ড হচ্ছে ডোমকলে। প্রথমবার ডোমকলে শান্তিপূর্ণ ভোট হওয়ার পর গত ২ তারিখ ভোটের রেজাল্ট প্রকাশ হয়। রাজ্যে আবারও মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী। তবে ডোমকলে পরিবর্তন স্পষ্ট। বামফ্রন্টের দুর্গ এখন তৃণমূল কংগ্রেসের। এবার প্রায় পঞ্চাশ হাজার ভোটে জিতে প্রথমবার বিধায়ক হয়েছেন ডোমকল পৌরসভার চেয়ারম্যান জাফিকুল ইসলাম।
তারপর থেকেই ফেসবুকে ট্রেন্ড হতে থাকে ডোমকলে আমরা মন্ত্রী চাই। প্রসঙ্গত, ডোমকল বরাবরই মন্ত্রী পেয়েছে, তার ব্যতিক্রম চান না ডোমকলবাসি। সাধারণ মানুষ থেকে কবি-সাহিত্যিক, এমনকি প্রাক্তন বিধায়ক আনিসুর রহমানও একই সুরে সুর মিলিয়েছেন। এই বিষয়ে “দ্য ডোমকল কলিং” ও “উল্কাবৃষ্টি” পত্রিকার সম্পাদক এম এ ওহাব বলেন, প্রথম থেকে ডোমকলে মন্ত্রী দেখছি, তার উপর এখন ডোমকল শিক্ষা, সাহিত্য, সংস্কৃতিতে মুর্শিদাবাদের প্রাণকেন্দ্র, সুতরাং আমাদের দাবী কখনোই ভুল বলে মনে করি না। মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন তিনি যেন আমাদের দাবী বিবেচনা করে দেখেন।