মেমারিতে শুরু হলো তাঁত ও বস্ত্র হাট

রাহুল রায়,মেমারিঃ সোমবার পূর্ব বর্ধমানের মেমারি ১নং ব্লকের বাগিলা সরকারি কিষান মান্ডিতে শুরু হল মেমারির তাঁত ও বস্ত্র হাট। হাট কমিটির সূত্রে জানা গেছে সপ্তাহের প্রথম দিন অথাৎ সোমবার বসবে হাট। এই হাটের মূল আকর্ষণ হল তাঁত বস্ত্র। এখানে রয়েছে সকল প্রকার তাঁতের শাড়ি এছাড়াও রয়েছে বাচ্চাদের ও বড়দের সকল প্রকার রেডিমেট পোশাক। সমুদ্রগড় থেকে উপস্থিত হয়েছেন এই তাঁত ব্যবসায়ীরা। প্রায় ৪০ জন ব্যবসায়ী রয়েছেন এই হাটে। আগামী দিনে এই হাট আরো জনপ্রিয় হবে বলে আশাবাদী তাঁত শিল্পী থেকে শুরু করে ব্যবসায়ীগণ এবং সরকারি অধিকর্তারা। ক্রেতাদের একাংশের মত দাম তুলনামূলকভাবে থেকে কম এই হাটে। এই হাট হওয়ার জন্য সাধারণ মানুষ খুব খুশি।