CAA, NRC, NPR ও নতুন কৃষি আইন বাতিলের দাবিতে মুর্শিদাবাদের অরঙ্গাবাদে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার বিক্ষোভ মিছিল

মোঃ ইজাজ আহামেদ, নতুন গতি, মুর্শিদাবাদ : সুতির অরঙ্গাবাদে আজ, বুধবার দুপুর ২টা নাগাদ কৃষি আইন,এন আর সি, সি এ এ ও এন পি আর আইন বাতিলের দাবিতে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ব‍্যাংডুবি থেকে বের হয় ও নেতাজিমোড় হয়ে ডি এন সি কলেজের সামনে শেষ হয় এবং একান্ত আপন লজে সভা হয়। উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া প্রেসিডেন্ট ডঃ এস কিউ আর ইলিয়াস, রাজ্য সহ সভাপতি মাহফুজ রহমান, মুর্শিদাবাদ জেলা সভাপতি হামিদ সেখ, সুতি ২ ব্লক সভাপতি সাবির খান, জেলা কমিটির সদস্য জাবের আলি ও অন্যান্যরা।