|
---|
সাকিব হাসান,বজবজ: পেট্রোল, ডিজেলের দাম কমাও – অত্যাবশ্যকীয় পণ্যের দাম কমাও – এই স্লোগান সহ একাধিক দাবিতে দক্ষিণ চব্বিশ পরগণা জেলার বজবজে ওয়েলফেয়ার পার্টির বিক্ষোভ প্রদর্শন।
উপস্থিত ছিলেন পার্টির রাজ্য সম্পাদক আবু তাহের আনসারী,FITU রাজ্য সভাপতি সেখ মোজাফফার,যুব নেতা জুলফিকার আলি মোল্লা,ব্লক সভাপতি সেখ সরিফুল ইসলাম,ব্লক সহ-সভাপতি আব্দুল লতিফ সহ অন্যান্য নেতৃত্ব। উক্ত বিক্ষোভে রাজ্য সম্পাদক আবু তাহের আনসারী বলেন নিত্যপ্রয়োজনীয় জিনিস সহ পেট্রোল-ডিজেলের দাম বেড়ে চলেছে । আজকে কেন্দ্র সরকার এমন একটা সরকার অযোগ্য সরকার দেশে বাস করছে। করোনা মহামারী পরিস্থিতিতে তার সঙ্গেও দেশের একাধিক রাজ্যে লকডাউন সেই পরিস্থিতিতে জনগণের হাতে না আছে অর্থ না আছে কর্ম না ঠিকমত খেতে পারছে। তার পরেও এই অযোগ্য সরকার কেন্দ্র সরকার দিনের-পর-দিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি বাড়িয়ে চলেছে। তারই প্রতিবাদে ওয়েলফেয়ার পার্টি বসে না থেকে বিক্ষোভ দেখিয়ে চলেছে।