|
---|
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ আজ দ্বিতীয় দফা
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা :
আজ দ্বিতীয় দফায় চার জেলায় তিরিশ টি আসনে নির্বাচন ১৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন । যার মধ্যে ১৫২ জন পুরুষ প্রার্থী ও ১৯ জন মহিলা প্রতিদ্বন্দ্বিতা করছেন । পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও বাঁকুড়া জেলায় ৩০ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে গোটা রাজ্য যে দিকে তাকিয়ে আছে নজর কাড়া কেন্দ্র নন্দীগ্রামে আজ নির্বাচন।
দক্ষিণ ২৪ পরগনার চারটি আসনে আজ ভোট গ্রহণ চলছে ,আসন গুলি হল গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ ও সাগর,
পূর্ব মেদিনীপুরের ৯ টি আসনে ভোটগ্রহণ, আসন গুলি হল নন্দীগ্রাম, চন্ডিপুর, তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া
পশ্চিম মেদিনীপুর ৯ টি আসনে ভোটগ্রহণ যে গুলি হল ঘাটাল, দাসপুর, পিংলা, খড়গপুর সদর, নারায়ণগড়, ডেবরা, সবং,কেশপুর, চন্দ্রকোনা, বাঁকুড়ায় আটটি বিধানসভা নির্বাচন আজ আসনগুলি তালডাংরা, বাঁকুড়া,বড়জোড়া ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস ও সোনামুখী, দ্বিতীয় দফার নির্বাচনে ত্রিশটি প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে আজ, এই ভোটকে কেন্দ্র করে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে কিনা তা সজাগ দৃষ্টি আকর্ষণ করছে সামরিক বাহিনীর জওয়ানরা ,বিভিন্ন জায়গায় নাকা চেকিং এর মাধ্যমে। পরিচয় পত্র দেখে তবে মানুষদেরকে কে ভোট কেন্দ্রের কাছে যাওয়ার নির্দেশ । যাদের পরিচয় পত্র নেই তাদেরকে ভোটা কেন্দ্র এলাকায় যেতে দিচ্ছে না এমনই চিত্র দেখা গেল নন্দীগ্রামে। এখনো পর্যন্ত গন্ডগোলের কোনো খবর নাই ।