|
---|
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা।
নতুন গতি,ওয়েব ডেস্ক: দিল্লির বিধানসভা ভোটের ফলাফলের দিন ছিল সকাল থেকেই আম আদমি পার্টি গিয়েছিলেন , বৈকাল হতে না হতেই যখন নিশ্চিত তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন অরবিন্দ কেজরিওয়াল তখনই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেন এবং শুভেচ্ছা বার্তা ও জানান।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন জয় মানুষের জয় এনআরসি বিরোধী জয়, ঘৃণার রাজনীতি পছন্দ করেন না। তিনি দিল্লিবাসীকে ধন্যবাদ জানান।
অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকার আমন্ত্রণ জানান যদিও এখনও দিনক্ষণ ঠিক হয়নি।