|
---|
একদিনে বাংলায় করোনা ভাইরাস আক্রান্ত ১০ ও মৃত্যু আরো ২,আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৭
নতুন গতি ওয়েব ডেস্ক: বাংলায় করোনা আক্রান্ত সংখ্যা একদিনে ১০, মৃত্যু ২ জনের। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২৭ ও মৃতের সংখ্যা ছিল ৩। কিন্তু সন্ধ্যের পর থেকে এই চিত্রটা আমূল বদলে গেল। আরও ১০ জন নতুন COVID-19 বা করোনা ভাইরাসে আক্রান্তের সন্ধান মিলল। ফলে এক ধাক্কায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৭। রাজ্য স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানা গিয়েছে, কমান্ড হাসপাতালের করোনা আক্রান্ত চিকিৎসকের স্ত্রী, ছেলে ও মেয়ের শরীরেও মিলেছে এই ভাইরাস। এই তিনজনও কলকাতার সেনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পাশাপাশি হুগলির শ্রীরামপুরের এক হাসাপাতালে চিকিৎসাধীন দুজনের শরীরে মিলেছে COVID-19 ভাইরাস। একইভাবে ইতালি ফেরত এক প্রৌঢ় দমদমের এক বেসরকারি হাসপাতালে করোনা সংক্রমণ নিয়ে চিকিৎসাধীন। পাশাপাশি পূর্ব মেদিনীপুরের এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল ও কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন দুজনের শরীরেও করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে। এদের মধ্যে ৭ জন ভেন্টিলেশনে রয়েছেন। মঙ্গলবার রাতে আরও দুজন করোনা ভাইরাসে আক্রান্তের মৃত্যু হয়েছে এই রাজ্যে। ফলে মৃতের সংখ্যা বেড়ে হল ৫