ওয়েস্টবেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন

নিজস্ব সংবাদদাতা : বর্তমানে নিউজ পোর্টাল সাংবাদিকতা যেইভাবে ব্যাপক রূপ ধারণ করেছে তাতে বর্তমান প্রজন্মের কাছে একটা নুতন দিশা হতে চলেছে কিন্তু ভারত বর্ষের মতো এতবড়ো গণতান্ত্রিক দেশে এখনো নিউজ পোর্টাল ইন্ডাস্ট্রির জন্য কোন আইন আনা সম্ভব হয়নি। কিন্তু একটা বড়ো অংশের মানুষ আজ নিউজ পোর্টাল ইন্ডাস্ট্রির সাথে যুক্ত ও সেখান থেকে জীবন ও জীবিকা অর্জন করেন। তারা নিজেরা সব রাজনৈতিক দলের খবর করেন কিন্তু তাদের বিপদে তাদের জন্যে কোনো কখনো কখনো কাওকে পাওয়া যায়না। এমন কি কোনো বিপদে ও কেও পাশে থাকেন না এমনি হয়ে থাকে। তাই নিউজ পোর্টাল যাদের এক একটি খবর অনলাইনের মাধ্যমে ছড়িয়ে পরে কোটি কোটি মানুষের মুঠোফোনে। যেই নিউজ পোর্টাল ব্যবহৃত হয় লোকসভা ও বিধানসভা, পৌরসভার নির্বাচনে সেই নিউজ পোর্টাল সাংবাদিক দের খারাপ সময় অনেক কেই মুখ খুঁড়িয়ে নিতে দেখা যায়, এই নিউজ পোর্টাল সাংবাদিকদের হয়ে কেও আওয়াজ তোলেন না রাজ্যসভা ও লোকসভাতে। তাই নিউজ পোর্টাল সাংবাদিক দের স্বার্থ সুরক্ষিত করতে গঠন করা হলো এই সংগঠনটি। পশ্চিমবঙ্গের ভিভিন্ন জেলা থেকে নিউজ পোর্টাল সাংঘাতিক এক মত হয়ে গঠিত হয়। এই সংগঠনটি সোসাইটি এক্ট্রে রেজিস্ট্রেশন করা হয়। রেজিস্ট্রেশন নাম্বার S0032411 oF 2022-23. পোর্টাল ইন্ডাস্ট্রির দুস্থ সাংবাদিকদের জন্য গঠন করা হয় ওয়েলফেয়ার ফান্ড । এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন সমাজসেবামূলক কাজ ছাড়াও নিউজ পোর্টাল ইন্ডাস্ট্রির দুস্থ সাংবাদিকদের বিপদে-আপদে পাশে থাকাটাই একমাত্র লক্ষ্য। প্রশাসনের উচ্চপদস্থ কর্মচারী ছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যপাল দেশের রাষ্ট্রপতির সংগঠন রেজিস্ট্রেশনের চিঠি ও মেমোরেন্ডাম পাঠানো হয়। সংগঠনের সভাপতি নির্বাচিত হন সৌমিলি সৌমিলি গাঙ্গুলি চক্রবর্তী, কার্যকরী সভাপতি নির্বাচিত হন গোসাই চন্দ্র দাস, সম্পাদক নির্বাচিত হন :শুভজ্যোতি চক্রবর্তী, কোষাধক্ষ্য নির্বাচিত হন : সত্য নারায়ণ চক্রবর্তী,প্রসঙ্গত উল্লেখযোগ্য ২৬ শে ফেব্রুয়ারী ২০২৩ হুগলি জেলা তো গঠিত হয় এই সংগঠনের জেলা কমিটি।
যেখানে সকলের সম্মতি তে হুগলী জেলা কমিটি গঠিত হয়। ওয়েস্টবেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন হুগলী জেলা কমিটির নির্বাচিত
সভাপতি : গোসাই চন্দ্র দাস।কার্যকরী সভাপতি : রাখি সাহা। সহ-সভাপতি : প্রসেনজিত মুখার্জি, বাপি দাস, মহ কাজী। সম্পাদক : বনস্পতি দে। সহকারী সম্পাদক : সনদীপ চক্রবর্তী। যুগ্ম সম্পাদক : বীরেন্দ্র রায়,সৌরভ আদক, সন্তু মুখার্জী,সেখ আব্দুল আজিম, অরূপ মৈত্র, ও অমল চ্যাটার্জী। কোষাধক্ষ্য : অরূপ সাহা।সদস্য : শ্রীধর কুন্ডু, অধীরথ দে, শুভজ্যোতি চক্রবর্তী, সৌমিলি গাঙ্গুলি চক্রবর্তী,সোমনাথ বোটব্যাল।গ্রিভেন্স সেল : বাপি দাস
এই প্রসঙ্গে সেখ আব্দুল আজিমকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমি সবরকম ভাবে সংগঠনের পাশে আছি।