|
---|
নিজস্ব সংবাদদাতা :পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পর্ষদের উদ্যোগে বাঘাযতীন পার্কের রবীন্দ্র মঞ্চে মে দিবস উদযাপন এবং দাগাপুর ফুটবল ময়দানে আন্তঃ বাগিচা ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন হল আজ শিলিগুড়িতে।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব এবং আই এন টি টিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায় এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক।আজ মেয়র গৌতম দেব জানান এই ভলিবল প্রতিযোগিতা চলছে গত তিন বছর ধরে এবং প্রচণ্ডভাবে জনপ্রিয়তা অর্জন করেছে এই প্রতিযোগিতা।এইবার এই প্রতিযোগিতায় বিভিন্ন জায়গা থেকে দল এসেছে অংশ নেবার জন্য।এবং প্রায় তিনগুন বেশী পুরষ্কারমুল্য রাখা হয়েছে এই প্রতিযোগিতার বিজয়ীদের জন্য। তাছারা বাগান থেকে প্রচুর উদয়ীমান ভলিবল খেলোয়ার উঠে আসছে।তাদের জন্য এই প্রতিযোগিতা একান্তই প্রয়োজন। আমাদের মানে শিলিগুড়ি পুরসভার তরফ থেকে পুরষ্কার দেওয়া হবে আলাদাভাবে এই প্রতিযোগিতায় বিজয়ী এবং বিজিত দলের জন্য।