|
---|
আতাউল্লাহ আহমেদ, নতুন গতি ডেস্ক:
গতকাল এস এস সি র ওয়েবসাইটের এক বিজ্ঞপ্তি অনুযায়ী উচ্চপ্রাথমিক সহ নবম,দশম,একাদশ ও দ্বাদশ শ্রেণীতে প্রায় ৩০০ শিক্ষক-শিক্ষিকা প্রথম ভাষা (সৌতালি ভাষা) সহ নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। প্রথম ভাষা (সাঁওতালি) সহ ইংরেজি, সহ প্রায় সমস্ত বিষয়ের উপর শিক্ষক নিয়োগের কথা জানানো হয়েছে।
শূন্যপদের বিন্যাস: নবম-দশম
প্রথম ভাষা (সাঁওতালি)-১৭, দ্বিতীয় ভাষা-২১, অংক-২২,ইতিহাস-২৫, ভূগোল-২১,ভৌতবিজ্ঞান-১১, জীবনবিজ্ঞান-১৯ ।
একাদশ-দ্বাদশ:
প্রথম ভাষা (সাঁওতালি)-৫৬ টি
ও উচ্চপ্রাথমিকে-৬৬ ও নবম-দশম মহিলা ক্যাটাগরিতে ২৫ ।
উল্লেখ্য, এখনো আগের নিয়োগ সম্পূর্ণ হয়নি আবার কেন নিয়োগের বিজ্ঞপ্তি এই নিয়ে শিক্ষা মহলে চাঞ্চল্য ছড়ায়।বিস্তারিত জানতে নিয়োগের ওয়েবসাইট ভিজিট করুন www.westbengalssc.com