পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের উদ্যোগে পূর্ব মেদিনীপুরে কয়েকশো অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী বিতরণ

নতুন গতি, ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের রাজ্য সভাপতি তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদের নেতৃত্বে রাজ্যের বিভিন্ন স্থানে দুঃস্থ ও অসহায় মানুষদের সেবায় নিয়োজিত প্রাণ সংগঠনের শিক্ষকবৃন্দ। করোনা পরিস্থিতির জেরে লকডাউন কিংবা আম্ফান ঘূর্ণিঝড় আবার কয়েকদিন আগে ঘটে যাওয়া ইয়াস ঘূর্ণিঝড়ের ফলে পশ্চিমবঙ্গের সুন্দরবন উপকূলবর্তী অঞ্চল এবং মেদনীপুরে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে বারবার ছুটে যেতে দেখা যাচ্ছে শিক্ষক সংগঠনের সদস্যদের।

    গত কয়েকদিন আগে উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জে প্রায় হাজার মানুষের হাতে খাদ্য সামগ্রী ও ঔষধ দেওয়ার পাশাপাশি শনিবার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে কয়েকশো মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় মেদিনীপুর জেলা কমিটির সদস্যদের সক্রিয় প্রচেষ্টায় এবং সংগঠনের দুই রাজ্য সম্পাদক ইরফান আলী বিশ্বাস ও নুরুল হক এর সহযোগিতায়। পুরো ব্যবস্থাটি সম্পন্ন করতে মুখ্য ভূমিকা গ্রহণ করে সংগঠনের এক্সিকিউটিভ সদস্য আব্দুল খালেক খান।

    এদিন কাঁথিতে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে  উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি এ কে এম ফরহাদ, সংগঠনের দুই রাজ্য সম্পাদক ইরফান আলী বিশ্বাস ও নুরুল হক । মেদিনীপুর জেলা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন আমানুর হোসেন,মইদুল খান, রামকৃষ্ণ মন্ডল,শেখ সাবীর উদ্দিন, রামকৃষ্ণ কটুয়াল,সেখ আসপিয়া উদ্দিন প্রমুখ।