|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : করোনা আবহে কোভিড যোদ্ধাদের সম্মাননা জানিয়ে রাখী বন্ধন উৎসব হলো মেদিনীপুরে।পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন এবং যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে সোমবার রাখী বন্ধন উৎসবের দিন “সংস্কৃতি দিবস” উদযাপনের মধ্য দিয়ে জেলার ৩০ জন কোভিড যোদ্ধাদের সম্মানিত করা হয়। এই কোভিড যোদ্ধাদের মধ্যে যেরকম রয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার সিএমএইচ নিমাই চন্দ্র মণ্ডল, ডেপুটি সিএমওএইচ সৌম্য শংকর সারেঙ্গী, শালবনী কোভিড হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ নন্দন বন্দ্যোপাধ্যায় ছিলেন, তেমনি ছিলেন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের মেদিনীপুর সদর ব্লকের যুব কল্যাণ দপ্তরের পার্থ প্রতিম মহাপাত্র ও তুষার কান্তি পাল প্রমুখ যারা এই মহামরীর সময় জেলা প্রশাসনের সঙ্গে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর কাজ চিকিৎসক ও নার্সদের থাকা-খাওয়ার ব্যবস্থার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন।
এছাড়াও ৫ জন আশা কর্মী, ৬ জন মিউনিসিপ্যালিটি র সাফাই কর্মীকেও এই সম্মানে সম্মানিত করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলাশাসক ডাঃ রশ্মি কমল,জেলার জেলা পরীষদের সহ-সভাধিপতি অজিত মাইতি, মেদিনীপুর সদর মহকুমা শাসক দীননারায়ণ ঘোষ, নারায়নগড় বিধানসভার বিধায়াক প্রদ্যুৎ কুমার ঘোষ, পূর্ত কর্মধ্যক্ষ নির্মল ঘোষ, শিক্ষা কর্মাধক্ষ্য মামনি মান্ডি, এছাড়াও জেলার অতিরিক্ত জেলাশাসক গন,ডেপূটি ম্যাজিস্ট্রেটগণ,মন্ত্রী প্রতিনিধিগণ এবং যুব কল্যাণ দপ্তর ও জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।