|
---|
নতুন গতি ওয়েব ডেস্কঃ প্রতীক্ষার পর প্রার্থী তালিকা প্রকাশ হলো শাসক দলের। প্রতিবার তৃণমূল কংগ্রেস নির্বাচন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই প্রার্থী তালিকা প্রকাশ করা দস্তুর হলেও এই বার রাজনৈতিক টানাপোড়েনের কারণে দেরিতে প্রার্থী তালিকা প্রকাশ করেছেন দলের সুপ্রিমো। আজ দলের সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়ি থেকে প্রার্থী তালিকা প্রকাশ করলেন। পশ্চিম মেদিনীপুরের সবং, নারায়ণগড়, ডেবরা, চন্দ্রকোনা, গড়বেতাতে নতুন মুখ এসেছে।
সম্প্রতি মেদিনীপুর কেন্দ্রের বিধায়ক মৃগেন মাইতি প্রয়াত হওয়ায় সেখানে স্থানীয় কাউকে না করে অভিনেত্রী জুন মালিয়াকে প্রার্থী করা হয়েছে। পিংলার বিধায়ক সৌমেন মহাপাত্রকে সরিয়ে তার জায়গায় আনা হয়েছে পশ্চিম মেদিনীপুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতিকে। গড়বেতায় আসিস চক্রবর্তীর পরিবর্তে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিং হাজরা, সবংয়ে গীতারানী ভুঁইয়াকে সরিয়ে রাজ্যসভার সাংসদ তথা সবং এর ভূমিপুত্র মানস ভুঁইয়া, নারায়ণগড়ের বিধায়ক প্রদ্যোৎ ঘোষকে সরিয়ে সূর্যকান্ত অট্ট, ডেবরার বিধায়ক সেলিমা খাতুনকে সরিয়ে প্রাক্তন পুলিশ অফিসার হুমায়ুন কবীর, চন্দ্রকোনায় ছায়া দোলুইয়ের পরিবর্তে অরূপ ধাড়াকে প্রার্থী করা হয়েছে।
যদিও কেশপুরে শিউলি সাহা, ঘাটালে শঙ্কর দোলই, দাসপুরে মমতা ভূঁইয়া, শালবনিতে শ্রীকান্ত মাহাতো,
খড়গপুর সদরে প্রদীপ সরকার, খড়গপুর গ্রামীনে দিনেন রায়, দাঁতনে বিক্রমচন্দ্র প্রধান, কেশিয়ারীতে পরেশ মুর্মুই প্রার্থী আছে।
উল্লেখযোগ্য ভাবে পশ্চিম মেদিনীপুরে মুসলিম প্রার্থীর সংখ্যা এক।