|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, মেদিনীপুর: নরেন্দ্র মোদী সরকার কৃষক মারা কৃষি বিলের মধ্য দিয়ে, কৃষকদের উপর অত্যাচারী সম্রাট নিরোর মতো আচরন চালিয়ে যাচ্ছেন । তারই প্রতিবাদে পশ্চিম মেদিনীপুর জেলা যুব কংগ্রেসের সভাপতি মহঃ সাইফুলের নির্দেশে আজ কেশপুর বিধানসভা যুব কংগ্রেস কমিটি ও ঘাটাল যুব কংগ্রেস কমিটি আজকে কেশপুর ও ঘাটাল B.D.O অফিস ডেপুটেশন দিলো।
তাই পশ্চিম মেদিনীপুর জেলা যুব কংগ্রেসের দাবি –
১) অবিলম্বে কৃষি বিল প্রত্যাহার করতে হবে। মান্ডি ব্যবস্থাকে সচল রাখতে হবে।
২) সমস্ত ফসলে কৃষকদের সরকারি সহায়ক মূল্য বাড়াতে হবে।
৩) চাল, আলু, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেলকে অত্যাবশ্যকীয় পণ্যের আওতায় রাখতে হবে।
৩) কেন্দ্র এবং রাজ্যের সমস্ত সরকারি শূন্যপদে অবিলম্বে নিয়োগ করতে হবে।
৪) NREGA প্রকল্পে পরিযায়ী শ্রমিকদের (ইচ্ছুক) ১০০ শতাংশ কর্মসংস্থান নিশ্চিত করতে হবে