অসাধারন এক বিবাহ অনুষ্ঠান। আমন্ত্রিত হলো দুই শতাধিক দুস্ত শিশু 

অসাধারন এক বিবাহ অনুষ্ঠান। আমন্ত্রিত হলো দুই শতাধিক দুস্ত শিশু

     

     

     

     

     

    বাবলু হাসান লস্কর, দঃ চব্বিশ পরগনা : জয়নগর সাহাজাদাপুরের বাগবেড়িয়ার কাকলি সরদারের এক অভিনব আবদার। নিজের বিয়ের অনুষ্ঠানে পাত্র পক্ষ কে যাত্রী হিসেবে অনাথ শিশুদের কে নিয়ে আসলে তবেই তিনি বিয়ের পিঁড়িতে বসবেন। আর সেই মতো পাত্র পক্ষ এলাকার অনাথ শিশুদের কে যাত্রী হিসেবে নিয়ে এলেন বিবাহ অনুষ্ঠানে । কাকলির বাড়িতে আমন্ত্রিত ছোট্ট ছোট্ট স্কুল পড়ুয়া । আর এই সমস্ত শিশু দের কে অতিথির আসনে বসিয়ে খাওয়ার বন্ধবস্ত করলেন বিশ্বনাথ নাইয়া । এই ধরনের বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগর দুই নম্বর ব্লকের সভাপতি মোনাজাত খাঁন সাহেব মহাশয় সহ এলাকার সমাজ সেবক । অমিত মিস্ত্রি ও কাকলির এই শুভ বিবাহ অনুষ্ঠানে সকল শিশুরা পেল চারা গাছ, ও স্টেশনারি মেটিরিয়াল। নব দম্পতির কথায় আমরা দেখেছি দীর্ঘদিন ধরে চলা লগ ডাউনে অসহায় শিশুদের ঠিকমতো পুষ্টিকর খাবার মেলেনি । তাই আমরা আমাদের বিয়ের খরচ বাঁচিয়ে জীব সেবার ব্রতী হলাম। আগামী দিনে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াব। আর এই বিবাহ অনুষ্ঠান দেখতে অসংখ্য মানুষের ভীড় । সকলে নব দম্পতিকে আশীর্বাদ করল।

    আমরা কি পারি না এমনই উদ্যোগ গ্রহণ করতে?