রায়দিঘী জনসভায় উপস্থিত হয়ে বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী এ কি বললেন!

রায়দিঘী:নূরউদ্দিন :পঞ্চায়েত স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত সমস্ত রকম দুর্নীতি বন্ধ করতে জনসাধারণের স্বচ্ছ পঞ্চায়েত গড়ার লক্ষ্যে আই এস এফের তরফ থেকে এক বিশাল প্রকাশ্যে জনসভার আয়োজনে উপস্থিত ভাঙ্গড় বিধানসভার বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী, দক্ষিণ 24 পরগনা রায়দিঘী থানার অন্তর্গত মথুরাপুর ২ নম্বর ব্লকের ৪ নম্বর চৌদ্দো রশি জোড়া বটতলা এলাকায় উপস্থিত হলেন বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী( ভাঙ্গড় বিধানসভা, চেয়ারম্যান, আইএসএফ)।

    তিনি আজ সকাল ১১:০০ টার সময় রায়দিঘী জনসভায় সভা করলেন। তিনি রায়দিঘী বিধানসভার বিধায়ক অলক জলদাতার উদ্দেশ্যে বললেন যে, বিধায়কের ছেলে মেয়েরা বেসরকারি স্কুলে পড়াশোনা করছে কিন্তু সরকারি স্কুলে তাদেরকে পাঠানো হচ্ছে না। একটাই কারণ সরকারি স্কুলে কোনো শিক্ষক না থাকায় পঠন ,পাঠন একদমই হচ্ছে না এবং ডিম ও ভাত খাইয়ে ছুটি ঘোষণা করে দেওয়া হচ্ছে। তাই গরিবের ছেলেরা ওই সরকারি স্কুলের পঠন পাঠান করতে যাচ্ছে একমুঠো ভাত খাওয়ার জন্য। এইতো দেশের অবস্থা। তিনি আরো জনগণে উদ্দেশ্যে বললেন, বিজেপি এবং তৃণমূল সরকার দেশটাকে শোষণ করে দিচ্ছে।

    খালি নোট বদল এবং gst দ্বারা মানুষ শোষিত হচ্ছে। তাই জনসাধারণকে তিনি বলছেন আগামী দিনে এই দুই বিজেপি এবং তৃণমূল সরকার দেশ থেকে উচ্ছেদ করতে হবে। তবে হবে দেশের মঙ্গল। তিনি তীব্র ভাষায় বলে গেলেন বাংলাকে শক্ত এবং স্বচ্ছ সুন্দর করতে আপনারা চিন্তা ভাবনা করে আইএসএফ কর্মীদের হাত শক্ত করুন। এই আই এস এফ কর্মীরা আপনাদেরকে ভালো পথে পরিচালিত করবে ও আগামী দিনে সকল গরিব মানুষ ঠিক ঠিক ভাবে তাদের জীবনকে পরিচালিত করতে পারবে।

    তাই আগামী পঞ্চায়েত নির্বাচনে আইএসএফ কর্মীদের ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন এবং পঞ্চায়েত নির্বাচন করে দেশের সকল গরীব মানুষ সমস্ত দিক থেকে সুযোগ-সুবিধা পাবে। ন্যায্য পাওনা থেকে কোন গরীব মানুষ বঞ্চিত হবে না। সমস্ত স্কুলের শিক্ষক নিয়োগ হবে এবং গরিব ও ধনী সম্প্রদায় ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে। এই অনুষ্ঠানে প্রায় কয়েক হাজার মানুষ এসে উপস্থিত হন। তাহারা পীরজাদা নওশা সিদ্দিকীর কথা শুনে মনের মধ্যে উপলব্ধ করলেন।

     

    রায়দিঘী থেকে Nuruddin