দেশে যখন অর্ধেক মানুষ ক্ষুধার্ত তখন মোদী সরকার ১০০০ কোটি টাকার প্রাসাদ নির্মাণ করছেন! কমল হাসান

দেশে যখন অর্ধেক মানুষ ক্ষুধার্ত তখন মোদী সরকার ১০০০ কোটি টাকার প্রাসাদ নির্মাণ করছেন! কমল হাসান

    নতুন গতি ওয়েব ডেস্ক: নতুন সংসদ ভবন নিয়ে একের পর এক আক্রমণ বিজেপি সরকারের বিরুদ্ধে। আগেই কংগ্রেস বিঁধেছিল, দেশের কৃষকরা পথে দাঁড়িয়ে অধিকার চাইছে, আর মোদি নিজের জন্য প্রাসাদ গড়ছে। এবার নরেন্দ্র মোদিকে একহাত নিলেন দক্ষিণী সিনেমার মহানায়ক কমল হাসান। রবিবার এই তামিল অভিনেতা তথা রাজনীতিবিদ হাসান আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের জন্য তাঁর দল মক্কাল নিধি মায়ামের প্রচার শুরু করেন। তার আগে টু্ইটে নয়া সংসদ ভবন নিয়ে প্রধানমন্ত্রীকে তোপ দাগলেন তিনি। কমল হাসান বলেন, যখন মহামারির জন্য দেশের অর্ধেক মানুষ ক্ষুধার্ত, তখন কেন ১০০০ কোটি টাকার নতুন সংসদ তৈরি করা হচ্ছে? যখন চিনের প্রাচীর নির্মাণ হয়েছিল,হাজার হাজার মানুষ মারা গিয়েছিলেন। কিন্তু শাসক বলেছিল, এটা জনগণের রক্ষার্থে বানানো হচ্ছে। কাদের বাঁচাতে হাজার কোটির সংসদ তৈরি করছেন? উত্তর দিন মাননীয় প্রধানমন্ত্রী? এভাবেই মোদিকে কটাক্ষ করেন অভিনয় থেকে রাজনীতির আঙিনায় পা রাখা অভিনেতা। মাদুরাই থেকে বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করছেন কমল হাসান। ২০২১ সালের মে মাসে তামিলনাড়ুতে নির্বাচন হবে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এর আগে লোকসভা নির্বাচনে তেমন সুবিধা করতে না পারলেও তামিলনাড়ুর আঞ্চলিক সমস্যাগুলোকে গুরুত্ব দিচ্ছেন হাসান। সেখানে মক্কাল নিধি মায়ামের প্রধান ইস্যু হতে চলেছে দুর্নীতি,চাকরি,গ্রামোন্নয়ন,পানীয়জল। এমতাবস্থায় কমল হাসানের এই প্রশ্নবাণকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল।

    দু’দিন আগেই ঘটা করে নতুন সংসদ ভবনের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী। ২০ হাজার কোটি টাকার সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের আওতায় তৈরি হবে নতুন সংসদ ভবন। তবে এখনই নতুন সংসদ ভবনের নির্মাণকাজ শুরু হবে না। সুপ্রিম কোর্ট সবুজ সংকেত দিলে তবেই শুরু হবে নতুন ভবন নির্মাণের কাজ। তার আগে বারবার বিরোধীদের সমালোচনার তির সামলাতে হবে মোদি সরকারকে, সেটা স্পষ্ট।