অভিনেত্রী মধুরিমা সরকারের ছবির শুটিং বন্ধ করে দিলে বনদপ্তর

 

     

     

    নিজস্ব সংবাদদাতা:টলিউড এর অধিকাংশ ছবির শুটিং এর পছন্দের জায়গা উত্তরবঙ্গের পাহাড়, জঙ্গল। তবে জঙ্গলে শুটিং করতে হলে বনদপ্তরের অনুমতি নিতে হয়। টলিউড ছবির শুটিং চলছিল জলপাইগুড়ির খুঁটিমারি বনাঞ্চলে, ছবির অভিনেত্রী আবার মধুরিমা সরকার। ড্রোন উড়িয়ে শুটিং চলছিল।

    স্থানীয় বাসিন্দাদের বিষয়টি নজরে আসে , তারা বনদপ্তরকে খবর দেন। খবর পাবার পর বনদপ্তর ঘটনাস্থলে এসে ছবির শুটিং বন্ধ করে দেয়। বনদপ্তর এর অনুমতি ছাড়া বনাঞ্চলে ড্রোন উড়িয়ে শুটিং করা নিষিদ্ধ। শুটিং বন্ধ হওয়ার পর দ্রুত এলাকা থেকে চলে যান মধুরিমা।