|
---|
নিজস্ব সংবাদদাতা : উপাচার্যকে (Vice Chancellor) দাবি দাওয়ার কথা জানাতে গেলে, পড়ুয়াদের বাধা দেওয়া ও এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল নিরাপত্তারক্ষীদের (Security Guard) বিরুদ্ধে। ঘটনা ঘিরে সরগরম বিশ্বভারতী (Visva Bharati) ক্যাম্পাস। পাল্টা অভিযোগকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন
অভিযোগকারিণীর দাবি, শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ, উপাচার্য বিদ্যুত্ চক্রবর্তীকে গাড়ি নিয়ে যেতে দেখে, নিজেদের দাবি-দাওয়ার কথা জানাতে যান পড়ুয়ারা। অভিযোগ, উপাচার্য পড়ুয়াদের কোনও কথাই শুনতে চাননি। উল্টে, তাঁর নিরাপত্তারক্ষীরা ওই ছাত্রীর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ।
রাতেই, ইমেল মারফত্ শান্তিনিকেতন থানায় অভিযোগ জানান তরুণী।
অভিযোগকারী TMCP নেত্রীর কথায়, ‘গাড়ি করে যাচ্ছিলেন উপাচার্য। শুনলেন না কিছু।’ ছাত্রীর মেল মারফত্ অভিযোগ, উপাচার্যের নির্দেশে নিরাপত্তারক্ষীরা চড়াও হয়। শ্লীলতাহানি করে।
SFI-এর ছাত্র নেতা সোমনাথ সৌয়ের দাবি তাঁরা প্রতিবাদ জানাবেন।
পাল্টা অভিযোগে সরগরম ক্যাম্পাস
এদিকে বিশ্বভারতী কর্তৃপক্ষ অভিযোগকারী এই দুই পড়ুয়ার বিরুদ্ধে থানায় পাল্টা অভিযোগ জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, উপাচার্যের রাস্তা আটকানোয় ২ পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। কী কারণে উপাচার্যের বাড়ির সামনের রাস্তা আটকানো হয়, তা অজানা। শুক্রবার রাতে যাঁরা উপাচার্যর রাস্তা আটকান, তাঁদের দায়ের করা অভিযোগ সম্পর্কে বিশ্ববিদ্যালয় অবহিত। অভিযোগ পত্রের প্রতিলিপি হাতে পাওয়ার পরই, এনিয়ে মন্তব্য করা হবে।
বীরভূমের পুলিশ সুপার জানিয়েছেন, পড়ুয়াদের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে।
অন্যদিকে রোগীর আত্মীয়র শ্লীলতাহানি ও আপত্তিকর ভিডিও তৈরির চেষ্টার অভিযোগ উঠল মালদায়। আটক মালদা মেডিক্যাল কলেজের ৩ নিরাপত্তারক্ষী। এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায় তদন্ত কমিটি গঠন করল কর্তৃপক্ষ