|
---|
নিজস্ব সংবাদদাতা:খবর পরিবেশন করতে করতে এক মহিলা সাংবাদিক চড় মারেন এক কিশোরকে।এই ঘটনার ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়। বিস্তারিতভাবে জানা গিয়েছে ঈদের দিন পাকিস্তানে লাইভ খবর সম্প্রচার করছিলেন ওই মহিলা সাংবাদিক। তাকে ঘিরে জনতার ভিড় ছিল।সেই সময় তিনি দাঁড়িয়ে থাকা এক কিশোরকে সজোরে চড় মারেন। ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।
চড় মারার কারণ ওই মহিলা সাংবাদিকের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি জানান দাঁড়িয়ে থাকা কিশোর গুন্ডার মত আচরণ করছিল, সেই কারণে তিনি সেই কিশোরকে চড় মারেন। যদিও মহিলা সাংবাদিকের এই সাফাই অনেকের পছন্দ হয়নি ।