পিডব্লিউডি-র এত খাঁই কেন?:পূর্ত দফতর নিয়ে ক্ষোভ প্রকাশ মমতার

নতুন গতি, মেদিনীপুর: মঙ্গলবার তিন দিনের জঙ্গলমহল সফরে গিয়েছেন তিনি। সফরের প্রথম দিনে মেদিনীপুর শহরে প্রদ্যোৎ স্মৃতি সদনে প্রশাসনিক সভা করেন তিনি। সেখানেই প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলতে গিয়ে ওই কমিউনিটি হল তৈরির খরচের বিষয়টি প্রকাশ্যে আসে। সেই সময় পূর্ত দফতরের কাজকর্মের ক্ষেত্রে পাওনাগণ্ডা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘পিডব্লিউডি-র বড্ড বেশি খাঁই, ওদের দিয়ে সব কাজ করানোর দরকার নেই।’’
মঙ্গলবারের বৈঠকে এখানেই থামেননি মমতা। তিনি বলেন, ‘‘পিডব্লিউডি একটু বেশি টাকা ধরে। ওদের কাজ দেবে না। পিডব্লিউডি-র এত খাঁই কেন? কোনও কিছু করতে চায় না। করতে গেলেও এমন বাজেট ধরবে যে, বলার না। প্রথমে পাঁচ টাকা ধরবে। তারপর এক বছর পর রিকাস্ট করে বলবে ১৫ টাকা। এই অভ্যাসটা বন্ধ করো