কেন সরছে মহম্মদ আলি পার্কের দুর্গাপুজো?

নতুন গতি নিউজ ডেস্ক: এক বছরের জন্য কিছুটা হলেও জায়গা বদল করবে কলকাতার অতি জনপ্রিয় মহম্মদ আলি পার্কের দুর্গাপুজো। কিন্তু কেন এই সাময়িক স্থানান্তর?

    পঞ্চাশ বছরের পুরনো আস্তানায় ফিরে যাওয়া। যেমন তেমন কারোর ফিরে যাওয়া নয়, শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজোর সাময়িক স্থানান্তর।

    মহম্মদ আলি পার্কের পুজো এ বছর ফিরে যাচ্ছে পঞ্চাশ বছর আগের জায়গায়। পার্কের পার্শ্ববর্তী দমকল বিভাগের অধীনস্থ জমিতে তৈরি হবে পুজোর মণ্ডপ। যার ফলে এবছর কিছুটা হলেও দাপট কমবে উত্তর কলকাতার এই পুজোর। কিন্তু কেন এই স্থানান্তর?
    মহম্মদ আলি পার্কের পুজো নিয়ে বছরের শুরু থেকেই তৈরি হয়েছিল দোটানা। যে জায়গায় এতদিন ধরে পুজো হয়ে আসছে, সেটির নিচে রয়েছে শতাধিক বছরের পুরোনো জলাধার বা রিজার্ভার (reservoir)। রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল হয়েছে এই জলাধারের পরিকাঠামো। ব্রিটিশ আমলে ইটের তৈরি রিজার্ভারের দেওয়াল এবং ছাদে দেখা দিয়েছে ফাটল। অবস্থা এমনই, যে পুজো মন্ডপের ভার ও লোকের ভিড়ে তা ভেঙে পড়ার আশঙ্কা করেছে কলকাতা পুরসভা।