উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে মোমবাতি মিছিল

সেখ সামসুদ্দিন, ১৪ আগস্টঃ মেমারি নাগরিক মঞ্চের উদ্যোগে মেমারি শহরের চকদিঘী মোড় হতে শুরু করে কৃষ্ণবাজার, স্টেশন বাজার, নিউমার্কেট, বামুনপাড়া মোড়, মায়েরকোল পাড়া, হসপিটাল মোড় হয়ে মেমারি হাসপাতালের সামনে শেষ হয় মোমবাতি মিছিল। উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে এই মিছিলে বিভিন্ন নেতৃত্ব থেকে প্রবীণ চিকিৎসক থেকে সাধারণ নাগরিক পা মেলান। মিছিল থেকে দাবি করা হয় প্রকৃত দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও ন্যায় বিচার।