|
---|
মালদা: স্বামীকে পরকীয়া সম্পর্কে জড়িত থাকার সন্দেহ করে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালালো স্ত্রী। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে বামনগোলা থানার খিড়িপাড়া গ্রামে। অসুস্থ ওই গৃহবধূকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অসুস্থ ওই গৃহবধূর নাম বাসন্তী মারডি (৩২)। তার স্বামীর নাম সুনীল মুর্মু। দীর্ঘদিন ধরেই স্বামীকে অন্য মহিলার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কের সন্দেহ করতো স্ত্রী। তারই জেরে এদিন সকালে ওই দম্পতির মধ্যে বচসা হয়। এরপরই বাড়িতে রাখা কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায় ওই গৃহবধূ । এই ঘটনার ব্যাপারে অসুস্থ ওই গৃহবধূর পরিবার তার জামাইয়ের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ সংশ্লিষ্ট থানায় দায়ের করেছেন।