মুকুল রায়ের সাথে দেখা করতে কি প্রেসিডেন্সি জেলে যাবেন কৃষ্ণনগরের সাধারণ মানুষ? কুনাল ঘোষ

নিজস্ব প্রতিবেদক, নতুন গতি, নদিয়া: প্রয়োজন পড়লে কৃষ্ণনগরের মানুষ মুকুল রায়ের সাথে দেখা করতে কি কলকাতার প্রেসিডেন্সি জেলে যাবেন? সারোদা, নারোদা মামলায় আজ নয় কাল তিনি গ্রেপ্তার হবেন, এছাড়াও শুধুমাত্র গ্রেফতারি এড়াতে তিনি বিজেপির হাত ধরেছেন।

    পরবর্তী সময়ে যদি তিনি সিবিআইকে কাজে লাগিয়ে বাঁচার চেষ্টা করেন তাহলে সারদার চলতি মামলায় ভারতীয় পেনাল কোড (আইপিসি) এর ৩১৯ নম্বর ধারা প্রয়োগ করে তাকে হাজত বাস করার ব্যবস্থা করব। সোমবার দুপুরে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী তথা অভিনেত্রী কৌশানী মুখার্জীর সমর্থনে এক সাংবাদিক বৈঠকে কার্যত এই ভাষাতেই ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী মুকুল রায় কে সরাসরি আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। এছাড়াও এই দিন মুকুল রায়ের বিরুদ্ধে তিনি সারোদা নারোদা কেলেঙ্কারির তথ্যসমূহ তুলে ধরার পাশাপাশি এই মামলা থেকে মুকুল রায় কে বাঁচাতে পারবে না বিজেপি বলেও দাবি করেন তিনি।

    এছাড়াও কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে প্রায় কুড়ি হাজার ভোটের ব্যবধানে কৌশানী মুখার্জী জয়লাভ করবেন বলে দাবি করেন কুণালবাবু। এই কেন্দ্র থেকে বিজেপিকে ধরাশায়ী করতে কংগ্রেস সমর্থিত কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের সংযুক্ত মোর্চা প্রার্থী সিলভি সাহাকে তাঁর ব্যক্তিগত ভোটটা কৌশানী মুখার্জী কে দেওয়ার জন্য আবেদন জানান কুনাল ঘোষ। পাশাপাশি তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার বিষয়ে সিলভী সাহাকে উদ্দেশ্যে করে তাঁর কংগ্রেস মনোনীত অনুগামীদের পরামর্শ দেওয়ার কথাও এই দিন বলেন কুণালবাবু। কুনাল ঘোষ ছাড়াও এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রার্থী কৌশানি মুখার্জি সহ কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শিবনাথ চৌধুরী।