|
---|
খান আরশাদ, বীরভূম: কেন্দ্রে ফের বিজেপির নেতৃত্বাধীন সরকার গঠন ও নরেন্দ্র মোদী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় বীরভূমের বিভিন্ন জায়গায় বিজয় মিছিল করলো বিজেপি। জেলার প্রান্তিক অঞ্চল রাজনগর, ও ইলামবাজারে বিজয় মিছিল করা হয় বিজেপির পক্ষ থেকে। ইলামবাজারে বিজেপি এক মহা মিছিলের আয়োজন করে।বিজেপি নেতা কালোসনা মন্ডলের নেতৃত্বে অংশ নেয় অগনিত বিজেপি কর্মী সমর্থক। অপরদিকে রাজনগরের বেসিক স্কুল সংলগ্ন যমুনা পুকুরপাড় থেকে বিজেপির এই মহা মিছিল শুরু হয়ে রাজনগর বাজার পরিক্রমা করে। উপস্থিত ছিলেন বিজেপির রাজনগর মন্ডলের সভাপতি বংশীধর মালি, পল্টুপদ ধীবর, সামিউল আক্তার, অনুপ গঁরাই, প্রণব দে সহ রাজনগর ব্লকের কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক। বিজেপি নেতা অনুপ গঁরাই জানান আজকের এই মহা মিছিলে হিন্দু মুসলিম জাতিধর্ম নির্বিশেষে শামিল হয়েছেন। সবাই চান এলাকায় একটা সুস্থ পরিবেশ গড়ে উঠুক, মানুষের উন্নয়ন হোক। মা মাটি মানুষের সরকার উন্নয়নের নামে আগুন জ্বালাচ্ছে। আর নরেন্দ্র মোদী এই আগুন প্রকৃত উন্নয়ন দিয়ে নেভাতে চাইছেন। বীরভূমের প্রাক্তন জেলা সহ-সম্পাদক পল্টুপদ ধীবর বলেন মা মাটি মানুষের সরকারের প্রতি আপামর জনতার আস্থা উঠে গেছে। তাই আগামীতে বিজেপিই সরকার গড়বে।