“চলো পাল্টাই”-এর ২০তম ছোঁয়া পেল ঝাড়গ্রাম

 

    নিজস্ব সংবাদদাতা; ঝাড়গ্রামঃ গতকাল “চলো পাল্টাই”-এর ২০তম ছোঁয়া পেল ঝাড়গ্রাম। এক অরাজনৈতিক সংস্থা “চলো পাল্টাই” তাদের পাশে থাকার অঙ্গীকার রূপায়িত করল ঝাড়গ্রামের কাঁটাবাড়িতে। ওই এলাকার কাঁটাবাড়ির ৪০টি প্রকৃত দরিদ্র পরিবারের হাতে তাদের সংস্থা কম্বল তুলে দেয়। বলার অপেক্ষা রাখে না যে, প্রচণ্ড শীতে এই উষ্ণতার ছোঁয়ায় তাদের বাকি কয়েকটা দিন কিছুটা হলেও ভাল কাটতে চলেছে।

    এর বাইরেও তারা ঝাড়গ্রাম স্টেশন সংলগ্ন চত্ত্বরে আরও পাঁচ জন অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন।

    তাদের এই ক্ষুদ্র কিন্তু মহৎ উদ্দেশ্যমূলক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত , ভারতজ্যোতি পুরস্কার প্রাপ্ত শিক্ষিকা তথা সমাজকর্মী শ্রীমতি লতিকা মাইতি বেরা। এদিন লতিকা দেবীকেও ওই কর্মসূচীতে অংশগ্রহণও করতে দেখা গিয়েছে। তিনি বলেন, যুব সমাজ এখন নিজের ছাড়া অপরের কথা ভাবতে ভুলে যাচ্ছে। হচ্ছেনা সঠিক শিক্ষার মূল্যায়ন। “চলো পাল্টাই”-এর সেনা সদস্যরা সেই স্রোতের বিপরীতে সাঁতরে চলেছে। এছাও লতিকা দেবী বিশেষভাবে পরিবেশ ও সুস্থ সমাজ গড়ার পক্ষ্যে তাদের এই লড়াইকে সাধুবাদ জানান।

    সব শেষে কাঁটাবাড়ির সমস্ত মানুষের হযোগিতায় শেষেলগ্নে গোলাপি মল্লিক-এর মাটির টুসু গান এক অন্য অনুভূতি প্রত্যেকের মনে এক আলাদা মাত্রা বয়ে আনে।