|
---|
মহিউদ্দীন আহমেদ: নতুন বছরের রাতে পূর্ব বর্ধমানের গুসকরা কলেজ পড়ুয়া ইজাজ হোসেন এর উদ্যোগে এলাকার ৫০ জন দুস্থ মানুষের হাতে কম্বল,মিষ্টির প্যাকেট ও জলের বোতল তুলে দেওয়া হয়।ছাত্রের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারন মানুষ।
গুসকরা কলেজমোড় এলাকার বাসিন্দা ইজাজ হোসেন বলেন,আমরা প্রত্যেক বছর নানাভাবে বছরের প্রথম দিনটা পালন করি।আমার মনে হলো এই প্রচন্ড ঠান্ডায় যাদের ঘরবাড়ি নেই,থাকার জায়গা নেই, শীতবস্ত্র নেই তাঁদের এই ঠান্ডায় খুব কষ্ট হচ্ছে। তাই আমি এবছর পিকনিক বন্ধ করে রাতে গোটা গুসকরা এলাকা ঘুরে দুষ্ট মানুষদের একটু আনন্দ দিলাম।এটাই এবছর আমরা নতুন বছর পালন করলাম।আমরা বন্ধুদের বলেছি আগামীদিনে আমরা এই ভাবেই দুস্থ মানুষের পাশে দাঁড়াবো। কলেজ ছাত্রের এহেন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহরের বিশিষ্ট জনেরা।