|
---|
উত্তরবঙ্গ: গ্রীষ্মের ছুটির সময় মধ্যবিত্ত বাঙ্গালীদের একটা অভ্যাস থাকে পাহাড়ে ভ্রমণ করা। কটা দিন পাহাড়ে কাটিয়ে আনন্দ উপভোগ করা। তবে গত দুই বছর করোনার কারণে সেই ভাবে পাহাড়ে পর্যটকদের সমাবেশ ঘটে নি। এই বছর প্রথম থেকেই পরিস্থিতি আলাদা, করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে দার্জিলিং কার্শিয়াং কালিংপং পর্যটকদের ঢল নেমেছে।
তবে উত্তরবঙ্গের সমতল ও পাহাড়ি এলাকায় বর্তমানে দারুন বৃষ্টি হচ্ছে। ঘোরাঘুরি মাথায় রেখে পর্যটকদের সারাদিন হোটেল বন্দী থাকতে হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলেছে আগামী মে মাসের 6 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা সহ সমতলে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হবে। পাহাড়ে ছোট ছোট ব্যবসায়ীদের মাথায় হাত পড়ে গিয়েছে। ভরা পর্যটক এর মরসুমে ভিলেন বৃষ্টি তাদের ব্যবসার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে।
ভারী বৃষ্টিপাতের কারণে এই বৈশাখ মাসে পাহাড়েতো বটেই এমনকি সমতলে ঠান্ডার পরিবেশ সৃষ্টি হয়েছে। পাহাড়ে রীতিমতো গায়ে সোয়েটার গলায় মাফলার দিতে হচ্ছে। সমতলেও গরম জামা গায়ে চাপাতে হচ্ছে, এমনকি রাতে শোবার সময় পাতলা কম্বল গায়ে দিতে হচ্ছে। বৈশাখ মাসে শীত অনুভব করছেন উত্তরবঙ্গের পাহাড় ও সমতলের বাসিন্দারা।