শুরু হচ্ছে শ্রীদর্শনীর উইন্টার প্রদর্শনী ও সেল

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর….. শ্রীদর্শনি এবার নিয়ে এল তাদের উইন্টার এক্সিবিশন কাম সেল।আগামী 31 শে জানুয়ারি থেকে শুরু, চলবে তেশরা ফেব্রুয়ারী পর্যন্ত, অর্থাৎ আগামী সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই এক্সিবিশন কাম সেল মেদিনীপুর শহরের পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ লাউঞ্জ এ সকাল 11 টা থেকে রাত্রি 9 টা পর্যন্ত ।

    সংস্থার 2 কর্ণধার অনিন্দিতা বোস ও নম্রতা ঘোষ জানান এ বারের এক্সিবিশন এ থাকছে কলকাতা বুটিক এর শাড়ি, কুর্তি ছেলেদের জামা, পাঞ্জাবী ইত্যাদি, থাকবে পিংলার পটচিত্র।

    এ ছাড়াও থাকছে হাতে তৈরী রকমারি চকলেট, পিঠে, প্রষিদ্ধ গহনা বড়ি, নলেন গুরু,পাটালি গুরু, নবদ্বীপ এর ক্ষীর দই, জয়নগর এর মোয়া, জনাই এর মনোহরা প্রভৃতি। থাকছে কসমেটিক ও রকমারি জুয়েলারি নানান সেট।

    দুই কর্ণধার এ ও বলেন তাদের এই এক্সিবিশন সমস্ত রকম সরকারি কোভিড বিধি মেনে তারা আয়োজন করতে চলেছেন।